Text size A A A
Color C C C C
পাতা

অফিস সম্পর্কিত

উপজেলা ভূমি অফিস, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ের অধীনস্থ একটি অফিস। যাহা বিয়ানীবাজার উপজেলাধীন ১০৪ জে এল স্খিত নয়াগ্রাম মৌজার ১১৯ নং দাগের ১.০২ একর ভুমির উপর অবস্থিত। একটি সুদৃশ্য পাকা ভবনে উপজেলা পরিষদ হতে আনুমানিক ৫০০ (পাঁচশত) মিটার দূরে টিলার উপরে অফিস ভবনটি অবস্থিত।

 

উপজেলা ভূমি অফিস হতে নামজারী ও জমা খারিজ, কৃষি ও অকৃষি খাস জমি বন্দোবস্ত, ভূমি উন্নয়ন কর, অর্পিত সম্পত্তি বন্দোবস্ত ও নবায়ন, জলমহাল, বালুমহাল ও হাট-বাজার এর ইজারা, জমির পর্চাসহ ভূমি সম্পর্কিত বিভিন্ন রকম সেবাসমূহ প্রদান করা হয়।

ছবি